পকেটবুক ভার্স লাইট ই-রিডার: অ্যাফোরডিবিলিটি মিটস ফাংশনালিটি

লিখেছেন shimul
পকেটবুক ভার্স লাইট মূলত একটি এন্ট্রি-লেভেলের প্রিমিয়াম ই–রিডার। এই মডেলে প্রথমবারের মতো পকেটবুক পাতা ওল্টানোর জন্য ম্যানুয়াল পেজ–টার্ন বাটন বাদ দিয়ে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করেছে। সাশ্রয়ী থেকে প্রিমিয়াম, পকেটবুকের অন্যান্য মডেলের সবগুলোতেই এতদিন পর্যন্ত বাটন ব্যবহৃত হয়েছে। এছাড়া, আগের তুলনায় ডিসপ্লের মানও কিছুটা কমানো হয়েছে। ফলে এই রিডারে ৩০০ পিপিআই ই-পেপার ডিসপ্লে নেই, যেখানে একই দামের প্রতিযোগীরা আরও ভালো স্ক্রিন ব্যবহার করছে।

হার্ডওয়্যার

ভার্স লাইটে আছে ৬ ইঞ্চির E Ink Carta HD ই-পেপার ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১০২৪×৭৬৮ পিক্সেল ও ঘনত্ব ২১২ পিপিআই। এতে বিল্ট–ইন ফ্রন্ট লাইট রয়েছে, যা কম আলোয় পড়ার সময় বিশেষভাবে কার্যকর—বিছানায় শুয়ে শুয়ে হোক কিংবা অন্ধকার ঘরে। স্মার্টফোন বা ট্যাবলেটের মতো এটি চোখে আলো ফেলে না; বরং স্ক্রিনের চারপাশ থেকে আলো ছড়িয়ে দেয়। ফলে চোখে চাপ পড়ে না এবং নীল আলোর (Blue Light) ঝুঁকি থাকে না। চাইলে আলো বন্ধ করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পড়া যায়—যা ট্যাবলেট বা ফোনে সম্ভব নয়।



ওয়াই–ফাই কেবল ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে কাজ করে। চার্জ ও ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে ইউএসবি সি পোর্ট। ১০০০ mAh ব্যাটারি সত্ত্বেও ডিভাইসটি লিনাক্স–ভিত্তিক হওয়ায় একবার চার্জে কয়েক সপ্তাহ ব্যবহার করা সম্ভব।

পকেটবুক ভার্স লাইট মূলত ২০২৩ সালের “ভার্স” মডেলের পরিবর্তিত সংস্করণ। স্ক্রিন ও রেজলিউশন প্রায় একই, তবে পুরোনো মডেলে ছিল ফিজিক্যাল পেজ–টার্ন বাটন, যা অনেক ব্যবহারকারীর পছন্দ।

সফটওয়্যার ও ইন্টারফেস

পকেটবুকের সব ই–রিডারের মতোই এটি লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে। এটি একই প্রযুক্তি যা অ্যামাজন কিন্ডল ও কোবো ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া না চলায় ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় এবং সিস্টেম স্থিতিশীল থাকে। যদিও এই স্থিতিশীলতা ব্যবহারকারীদের অ্যাপ ইনস্টল করার সুযোগ সীমিত করে দেয়।


মাল্টিমিডিয়া কিংডমে ৬ ইঞ্চি সাইজের সবগুলো ডিভাইস একসঙ্গে দেখতে ক্লিক করুন এখানে

হোম স্ক্রিনের উপরে রয়েছে একটি উইজেট, যেখানে দেখা যায় আপনি বর্তমানে কোন বই পড়ছেন বা কোন বই ডাউনলোড করা আছে। একাধিক বই পড়লে স্ক্রিনে সেগুলোর ক্যারাসেল দেখা যায়, যেগুলোতে আঙুলের সোয়াইপে ঘুরে দেখা সম্ভব। নিচের অংশে থাকে পকেটবুক স্টোরের সুপারিশকৃত বই, যেখানে প্রায় নয়টি বেস্টসেলার টাইটেল প্রদর্শিত হয়।

লাইব্রেরি অংশে বইগুলো ফরম্যাট, লেখক, তারিখ বা কাভার অনুযায়ী সাজিয়ে রাখা যায়। যদি কোনো বইয়ে কাভার না থাকে, সিস্টেমটি মেটাডেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাভার ও তথ্য এনে দেয়। পছন্দমতো বই ‘ফিনিশড’ হিসেবে চিহ্নিত করা যায়, এতে সেটি হোম স্ক্রিন থেকে সরিয়ে নেয়।

অ্যাপ সেকশনে রয়েছে Send to Pocketbook, Pocketbook Cloud, Dropbox এবং কয়েকটি গেম, যেমন দাবা।

পড়ার অভিজ্ঞতা

এই ই–রিডারটি মূলত পড়ার জন্যই ডিজাইন করা। ব্যবহারকারী চাইলে পকেটবুক স্টোর থেকে হাজারো বই ডাউনলোড করতে পারেন। তবে এর আসল শক্তি হলো সাইডলোডিং—অর্থাৎ নিজের পছন্দের ইবুক ফাইল ডিভাইসে স্থানান্তর করা। এটি সমর্থন করে DRM যুক্ত EPUB ও PDF ফাইলসহ অসংখ্য ফরম্যাট, যেমন: ACSM, AZW, AZW3, CBR, CBZ, CHM, DJVU, DOC, DOCX, EPUB (DRM), EPUB, FB2, HTM, MOBI, PDF (DRM), PDF, PRC, RTF, TXT ইত্যাদি।

DRM–সমর্থিত EPUB ও PDF ফরম্যাটের মাধ্যমে ব্যবহারকারী Barnes & Noble, Kobo, Google ইত্যাদি স্টোর থেকে বই কিনে পড়তে পারেন। এমনকি Overdrive–এর মতো পাবলিক লাইব্রেরি থেকেও বই ধার নেওয়া সম্ভব। এজন্য Adobe Digital Editions সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে বই ট্রান্সফার করতে হয়।

ডিভাইসটির বড় সুবিধা হলো ইউরোপ ও উত্তর আমেরিকার হাজারো পাবলিক লাইব্রেরি–র সমর্থন। ব্যবহারকারী নিজের লাইব্রেরি নির্বাচন করে কার্ড নম্বর দিলেই বই ধার নিয়ে পড়া যায়—কম্পিউটার ছাড়াই। এটি এমন একটি বৈশিষ্ট্য, যা অনেক রিভিউতেই উপেক্ষিত থাকে।

পড়ার সময় পৃষ্ঠা উল্টানো যায় ট্যাপ বা সোয়াইপের মাধ্যমে। নতুন সফটওয়্যারে এসেছে সুবিধাজনক পিঞ্চ–টু–জুম ফিচার, যার মাধ্যমে মেনুতে না গিয়ে ফন্ট বড়–ছোট করা যায়। এছাড়া স্লাইডার বার ও প্রায় ৫০টি ফন্ট প্রি–লোড করা আছে।

ভাষা শেখা বা অনুবাদের জন্য এতে রয়েছে ১১টি বিল্ট–ইন অভিধান এবং অতিরিক্ত ৪২টি ভাষার সংমিশ্রণ, যা বিনামূল্যে ডাউনলোড করা যায়।

ভার্স লাইট এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন সরলতা–ই ছিল আসল আকর্ষণ। ৬ ইঞ্চি সানকেন স্ক্রিন আর সাদামাটা ডিজাইনের এই ডিভাইসটি সেই পুরোনো রিডিং অভিজ্ঞতাকে ফিরিয়ে এনেছে।

বছরের পর বছর পকেটবুক শুধু ই–রিডিং–কেন্দ্রিক ডিভাইস তৈরি করেছে, এবং ভার্স লাইট তারই ধারাবাহিকতা। এতে রয়েছে প্রয়োজনীয় টেক্সট কাস্টমাইজেশন, আন্তর্জাতিক স্টোর অ্যাক্সেস, অনলাইন লাইব্রেরি সুবিধা, এমনকি কিছু ছোটখাটো অ্যাপ ও গেমও।

বডিটি তৈরি শক্ত রাবার–প্লাস্টিকের মিশ্রণে, পেছনের কভার খুলে রাখা যায়। ডিভাইসটি ৩৭টি ভাষা, ৩৫টি কিবোর্ড লেআউট ও ১০০টিরও বেশি প্রি–লোডেড বই সাপোর্ট করে।

চূড়ান্তভাবে বলা যায়, পকেটবুক ভার্স লাইট হলো সরল, স্থিতিশীল ও আন্তর্জাতিকভাবে উপযোগী একটি রিডার, যারা জটিলতা ছাড়াই শুধু পড়ার আনন্দ খোঁজেন, তাদের জন্য এটি এখনো একটি যুক্তিযুক্ত বিকল্প।

প্রোডাক্টটি সম্পর্কে আরও জানতে কিংবা এখনই কিনতে এখানে ক্লিক করুন